মানবজমিন সম্পাদক-সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ পত্রিকাটির প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন, গোলাম মোস্তফা মুন্না প্রমুখ। সঞ্চালন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, দেশের সব পর্যায়ের মানুষ আজ দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়ে পড়েছে। সরকার গণমাধ্যমকে আগেই জিম্মি করে ফেলেছে। এখন গণমাধ্যমকে সরকারের দাস বানানোর চেষ্টায় লিপ্ত হয়েছে। গণতন্ত্র তো আগেই গেছে। এখন রাষ্ট্রের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

বক্তারা অবিলম্বে মানবজমিনের প্রধান সম্পাদকসহ প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে রুজু করা মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং গণমাধ্যমের বিরুদ্ধে অব্যাহত চাপ বন্ধের দাবি জানান।