হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব আসন্ন। এ উপলক্ষ্যে যশোরের কেশবপুরে ৯৩’টি মন্ডপে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এবার কেশবপুর উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে এবার ৯৩ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মন্ডপ গুলির মধ্যে রয়েছে- কেশবপুর পৌরসভা এলাকায় ৬ টি, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে ২ টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১৪ টি, মজিদপুর ইউনিয়নে ৫ টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৩ টি, মঙ্গলকোট ইউনিয়নে ৪ টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭ টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১০ টি, গৌরিঘোনা ইউনিয়নে ১২টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১০টি ও হাসানপুর ইউনিয়নে ৯টি মিলিয়ে মোট ৯৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার বেড়েছে আরও ২টি গতবার ছিলো ৯১ টি।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, নির্বিঘ্নে দূর্গাপূজা পালনে পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি পুলিশ, মন্ডপে মন্ডপে সেচ্ছাসেবক বাহিনী, আনসার, ভিডিপিসহ তাদের নারী সদস্যদের সকল পূজা মন্ডপে ডিউটির ব্যবস্থা করা হবে।
এছাড়া পুলিশের কয়েকটি মোবাইল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে উপজেলা ব্যাপী। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে দু®কৃতিকারীরা ঘটাতে না পারে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারিদের বিরুদ্ধে পূজার মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালিত হবে।