এবার সংগীতশিল্পী অভিজিৎ এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক বিমানবালা।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার, অলোক নাথ, চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা রজত কাপুর, অভিনেতা রোহিত রায়, পরিচালক-প্রযোজক বিকাশ বেহল, জনপ্রিয় লেখক চেতন ভগত, সংগীতশিল্পী কৈলাশ খের, কমেডিয়ান উৎসব চক্রবর্তীর পর এবার মি টু আন্দোলনের তালিকায় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর নাম এলো।

সাবেক এক বিমানবালা অভিযোগ করেছেন, সংগীতশিল্পী অভিজিৎ তাঁকে যৌন হেনস্তা করেছেন। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন অভিজিৎ।

ওই বিমানবালার অভিযোগ, ১৯৯৮ সালের গ্রীষ্মে কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে যৌন নিপীড়ন করেন শিল্পী অভিজিৎ। বিমানবালার দাবি, ‘অভিজিৎ জোর করে আমাকে চুমু খাওয়ার চেষ্টা করছিল। আমার বাঁ কানে বারবার খোঁচাচ্ছিল।’ প্রতিক্রিয়ায় অভিজিৎ ভট্টাচার্য বলেছেন, ‘ওই সময় আমি জন্মাইনি!’

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিজিৎ বলেন, ‘বিষয়টা আমি ফোনে একজনের কাছ থেকে জানতে পারি। ওই সময় আমার জন্মই হয়নি। আর সারা জীবনে একদিনের জন্যও আমি পাবে যাইনি। আমি ফিল্মি পার্টিতে গিয়েছি—এমন কোনো ছবি পেজ থ্রিতে দেখতে পাবেন না। আসলে আমার নাম বিক্রি হয়। আর তাতে যদি কারো লাভ হয়, তা হলে আমার সমস্যা নেই। আমার নাম ভাঙিয়ে কারো যদি রুটি-মাখন জোটে, তাহলে ঠিক আছে।’

বিমানবালার অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না অভিজিৎ। উল্টো বলেছেন, মোটা ও কুৎসিত মেয়েরাই এমন অভিযোগ সচরাচর করে থাকেন।

হেসে অভিজিৎ বলেন, ‘সত্যিই জানি না, কার বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়া উচিত। আর ওই মহিলাকে আমি গুরুত্ব দেবই বা কেন? যাঁরা এখন এ বিষয়টা নিয়ে সরব হচ্ছেন, আদতে তাঁরা নোংরা ও কুৎসিত। কেউ মোটা, কেউ পাতলা—শুধু মিডিয়ার নজর কাড়ার জন্যই এই কথাগুলো বলছে তাঁরা।’

‘বেশিরভাগ ক্ষেত্রে মোটা ও কুৎসিত মহিলারাই এমন অভিযোগ সচরাচর করে থাকে। আর সে সময় তো আমি জন্মাইনি, তাই কোনো প্রশ্নও ওঠে না,’ বলেন অভিজিৎ।

ওই বিমানবালার অভিযোগ, পাবে নাচ ও অন্তরঙ্গতা প্রত্যাখ্যানের পর অভিজিৎ তাঁকে টেনে কাছে নিয়ে যান। কানের সামনে মুখ এনে বলেন, ‘নিজেকে তুমি কী ভাবো? বাঁ কানে টোকা দিতে দিতে বলেন, দাঁড়াও, তোমাকে শিক্ষা দিচ্ছি।’ সূত্র : ইন্ডিয়া টিভি।