খাজুরা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী ছাতিয়ানতলা আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী

মাঠ ভর্তি দর্শক আর টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যশোর সদর উপজেলার হাশিমপুর নব মিতালী সংঘের আয়োজনে ১২ দলীয় এসএইচ বিল্ডার্স ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলায় প্রতিদন্ধিতা করে বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী বনাম খাজুরা ফুটবল একাদশ। খেলা দেখতে দুপুর থেকেই বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সরব উপস্থিতিতে যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ কোলাহল মুখর হয়ে ওঠে। রেফারি শফিকুর রহমানের পরিচালনায় নির্ধারিত ৯০ মিনিটের খেলার প্রথমার্ধের ৯ ও ২০ মিনিটে আব্দুর রাজ্জাক একাডেমীর পুষ্পক ২টি এবং ১৫ মিনিটে একই দলের শাহিন ১টি গোল করে।

দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে প্রতিপক্ষ খাজুরা একাদশ ডি-বক্সের ভিতরে ফাউল করায় পেলান্টি পেয়ে গোলের ব্যবধান বাড়ায় আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় বাবুর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের সভাপতি যশোর এস.এইচ বিল্ডার্সের সত্বাধিকারী রফিকুল ইসলাম হিরক।

এসময় উপস্থিত ছিলেন হাশিমপুর নব মিতালী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক ফকর উদ্দীন বিশ্বাস, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।