অস্ট্রেলিয়াকে পাকিস্তানের হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টির কোনোটাতেই জয়ের দেখা পেল না অস্ট্রেলিয়া। টেস্টে সিরিজ হাত ছাড়া করার পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো অজিরা।

রবিবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩৩ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

দুবাইতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে হাফ-সেঞ্চুরি করেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে ফারহানের ব্যাট থেকে। হাফিজ করেন ৩২ রান।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। হাসান আলী আর শাদব খানের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় অতিথিরা। দলের হয়ে ২০ রান করতে পেরেছিলেন অ্যালেক্স ক্যারি। আর ২০ পেরিয়ে ২১ রান করতে পেরেছেন মার্শ। বাকিরা সবাই ২০ এর ঘর পার হবার আগেই সাজঘরে ফেরেন।

পাকিস্তানের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাদাব খান। তিন ম্যাচ দুই ফিফটিতে সিরিজ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।