হলিউডের ছবিকেও হার মানাবে রোবো ২.০! (ট্রেলার ভিডিও)

অবশেষে প্রকাশ হল বহুল প্রতীক্ষিত প্রযুক্তিনির্ভর বলিউড ছবি ‘রোবো ২.০’-এর ট্রেলার।

ট্রেলারেই বাজিমাত করে চলেছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত অভিনেতা রজনীকান্ত ও ঐশ্বর্য রাই অভিনীত ‘রোবট’ -এর সিকুয়েলটি।

ট্রেলারে দেখা এর ভিজুয়াল এফেক্ট মুগ্ধ করছে সিনেপ্রেমীদের।

অনেকের মতে, রোবো ২.০-এর ভিজুয়াল এফেক্ট হলিউডের ছবিগুলোকেও হার মানিয়েছে।

বলি সূত্রের খবর, ৬৫০ কোটি টাকা বাজেটের এই ছবির ৫০০ কোটি টাকা শুধু ভিজুয়াল এফেক্টের পেছনে খরচ করা হয়েছে।

ছবিটি এখন পর্যন্ত সব থেকে বেশি বাজেটের ছবি বলে বলা হচ্ছে।

২ মিনিট ৬ সেকেন্ডের এ ট্রেলারে ছবির বিপরীত চরিত্র অক্ষয় ও অভিনেত্রী অ্যামি জ্যাকসনের থেকে রজনীকান্তকেই বেশি দেখা গেছে।

‘রোবট’ ছবিতে দেখানো হয়েছিল আধুনিক প্রযুক্তি কীভাবে আমাদের ওপর প্রভাব বিস্তার করে। সেখানে মানুষ, যন্ত্রনির্ভর হয়ে গেলে কেমন ক্ষতির সম্মুখীন হতে পারে তা দেখানো হয়েছিল।

রোবটের সিকুয়াল ২.০ তে এ বার্তাকে আরও ভয়াবহ রূপে উপস্থাপন করা হয়েছে।

রোরো ২.০ এর ট্রেলার: