চীনের যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ

বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। তারই জের ধরে লো-অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম হংউন প্রজেক্টের অংশ হিসেবে একটি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন।

শনিবার সকালে স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে পরীক্ষামূলক এ স্যাটেলাইট বহন করা লং মার্চ-১১ নামের একটি রকেট চীনের উত্তর-পশ্চিমের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে তাদের পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি কর্পোরেশন জানায়, এটি ছিল হংউন প্রজেক্টের প্রথম স্যাটেলাইট।