যশোর-৪ আসনের এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ

যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় একের পর এক আচরণ বিধি লংঘন করছেন বলে অভিযোগ করেছেন বাঘারপাড়া উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম কাজল।

বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আচরণ বিধিমালার ২ এর ১৪ ও ২২ এর ১ অনুযায়ী সংসদ সদস্যরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু সংসদ সদস্য রণজিত রায় বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলীর প্রতিনিয়ত প্রচারণায় অংশ নিচ্ছেন।

তিনি অভিযোগ করেন, রণজিত রায় গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ধলগ্রাম কলেজ মাঠে, ১০ ফেব্রুয়ারি বিকেলে নারিকেল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ১১ ফেব্রুয়ারি বিকেলে বেতালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ১২ ফেব্রুয়ারি বিকেলে ও ১৩ ফেব্রুয়ারি সকালে বাঘারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে, ১৬ মার্চ রায়পুর কলেজিয়েট স্কুল মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলীর পক্ষে জনসভায় বক্তব্য রাখেন।

নাজমুল ইসলাম কাজল বলেন, ‘এ ব্যাপারে গত ১১ ও ১৩ মার্চ রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার পাইনি। বরং সংসদ সদস্য মহোদয় আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তার উস্কানিমূলক বক্তব্যে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। প্রতিটি সভায় তিনি সাধারণ মানুষকে মামলার ভয় দেখাচ্ছেন’।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ সর্দারসহ বিপুলসংখ্যক নেতা-কর্মীউপস্থিত ছিলেন।

বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান আলী। আর জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নাজমুল ইসলাম কাজল বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দিলে ও বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ায় প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত রেখেছে। সে কারণে আমি প্রার্থী হয়েছি’।