যশোরের শার্শায় ট্রাকচাকায় শিশু নিহত

road accident

যশোরের শার্শা উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন তার দাদা।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল আলম জানান, বুধবার দুপুরে কেরালখালি হাজরাতলার মোড়ে নাভারন-গোড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান (৫) উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।

এসআই খায়রুল বলেন, বালুবোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় শিশুটির দাদা হারুনার রশিদও আহত হন জানিয়ে তিনি বলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।