যশোরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে জেলার শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- জেলার শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামের আততাফ উদ্দিন গাজীর ছেলে আলী আকবর ও একই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে জহর আলী।
ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের ইবাদুলের দোকানের সামনে থেকে আলী আকবার ও জহর আলীকে গ্রেফতার করা হয়। আর পালিয়ে যায় বেনাপোল পোর্ট থানা এলাকার কাগমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলা উদ্দিন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে বিশেষভাবে প্যাকেট করা ৫টি থলে জব্দ করা হয়। পরে ওই থলের (প্যাকেট) মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা গাঁজা পাওয়া যায়। জব্দকৃত গাঁজার ওজন ৫ কেজি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।