বাঘারপাড়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে এসে বিজিবি সদস্যের মৃত্যু

jessore map

উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে যশোরের বাঘারপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রফিকুল ইসলাম (৫০) নামে এক বিজিবি সদস্য। তিনি ৪৯ বিজিবি ব্যাটালিয়ন যশোরের নায়েক সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। রফিকুলের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার দিলদুয়ারি গ্রামে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, শনিবার রাত দশটার দিকে বিজিবি সদস্য রফিকুল ইসলাম বাঘারপাড়া ডিগ্রি কলেজে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই মরহুমের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাঘারপাড়ায় বিজিবি টিমের ইনচার্জ নায়েক সুবেদার হারাধন মজুমদার বলেন, ব্যারাকে অবস্থানকালে রফিকুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটা দশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার দিলদুয়ারি গ্রামে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।