অনেকটা সুস্থ ওবায়দুল কাদের

obidul kader
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন, তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর থেকে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা লিয়াকত সিকদার। তিনি এদিন ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

লিয়াকত সিকদার জানান, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের ভাইকে দেখে আসলাম। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালো আছেন, অনেকটা সুস্থ। আমরা খেয়েছি কি না জিজ্ঞেসও করেছেন। এ সময় সঙ্গে থাকা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আযম ভাইয়ের সাথে চিকিৎসা নিয়ে কথাও বলেছেন।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি হয় ওবায়দুল কাদেরের। সম্প্রতি তার একটি শুকিয়ে যাওয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফায়েজ জানিয়েছেন, এটি কয়েক দিন আগের। তারপর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।