নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন রেন

লিগ ওয়ান শিরোপা ইতোমধ্যে জিতে নিয়েছে নেইমারের দল পিএসজি। আরেকটি ঘরোয়া শিরোপাও তারা ঘরে তুলতে পারতো। কিন্তু হলো না। কিমপেম্বের আত্মঘাতী গোলের পর টাইব্রেকারে হেরে শিরোপা খোয়াতে হলো পিএসজির। ফরাসি কাপের ফাইনাল ম্যাচে শনিবার নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেন।

শনিবার প্যারিসে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোরলাইন ছিল ২-২। পরবর্তীতে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তাতেও ফলাফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে ৬-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রেন।

ম্যাচে অবশ্য শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন দানি আলভেজ। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তবে ৪০তম মিনিটে প্রেসনেল কিমপেম্বের আত্মঘাতী গোলে ম্যাচে ব্যবধান কমায় রেন। বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে এডসন আন্দ্রে সিতোইয়ের গোলে ম্যাচে ২-২ সমতা আনে রেন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তবে, ১১৮তম মিনিটে দশজনের দলে পরিণত হয় পিএসজি। লাল কার্ড দেখ মাঠ ছাড়েন কাইলিয়ান এমবাপ্পে।

তবে এদিন ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে সমালোচনার মুখে পড়েছেন নেইমার। এদিন ম্যাচ হারের পর গ্যালারির সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিনি এক ভক্তকে ঘুষি মারেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।