সাকিব দলের সঙ্গে আয়ারল্যান্ড গেলেন না যে কারণে

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে কিছুক্ষণ আগে দেশ ছেড়েছে মাশরাফিরা। তার আগে গা গরম করতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফি বাহিনী।

বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশে রওনা হয়েছেন ১৭ জন ক্রিকেটার।দলে থাকা ১৯ ক্রিকেটারেরই একসঙ্গে যাওয়ার কথা ছিল। তবে দুজন পৃথকভাবে যাচ্ছেন।

দলের সঙ্গে যাননি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিনি যাবেন আজ সন্ধ্যায়।

দুদিন আগে বাংলাদেশ বিশ্বকাপ দলে ডাক পাওয়া খেলোয়ারদের ফটোসেশনেও সাকিব ছিলেন না। তার অনুপস্থিতি নিয়ে কম বিতর্ক হয়নি। সাকিব কেন থাকেননি, সেটির সদুত্তর এখনো মেলেনি। তদুপরি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সেই বিতর্কের আগুনে আবার ঘি ঢেলেছেন তাঁর স্ত্রী উম্মে আহম্মেদ শিশির। এই বিতর্কের রেশ না কাটতেই আরেক জল্পনা শুরু।

দলের সবার সঙ্গে সাকিবের একই ফ্লাইটে যাচ্ছেন না যাওয়া নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। অনেকে এ নিয়ে তার সমালোচনাও শুরু করে দিয়েছেন। বলছেন, সাকিবের কাছে পরিবারই সব, তাই তো সহ-খেলোয়ারদের সঙ্গে না গিয়ে যাচ্ছেন নিজের মতো করে।

তবে আসল খবর হচ্ছে এই জায়গাটায় সাকিবের দোষ দেয়াটা ঠিক হবে না। এখানে তাঁর কিছুই করার নেই।

সাকিব আয়ারল্যান্ডে যাচ্ছেন তাঁর পরিবার নিয়ে। এমিরেটসের যে বিমানে আজ সকালে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে, সেটিতে সাকিবের পরিবারের টিকিট পাওয়া যায়নি। শুধু বিশ্বকাপে স্কোয়াডে থাকা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের টিকিট দিয়েছে আইসিসি।

অন্যদিকে আয়ারল্যান্ড সফরে অতিরিক্ত যাঁরা দলে ডাক পেয়েছেন, তাদের টিকিট কেটেছে বিসিবি। সে কারণে ফরহাদ রেজাকেও যেতে হয়েছে পৃথক ফ্লাইটে। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এই খেলোয়ার গতকালই আয়ারল্যান্ড পৌছে গেছেন।

আর পরিবারের জন্য টিকিট না পাওয়া সাকিব আজ সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে যাত্রা করবেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশে স্বপরিবারে দেশ ছাড়বেন বাংলাদেশ ক্রিকেটের এই নিউক্লিয়াস।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে বাড়তি ৪ জনসহ মোট ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।