বিশ্বকাপে আরো একটা ‘হ্যাটট্রিকের’ আশা মালিঙ্গার

আর্ন্তজাতিক ওয়ানডে ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে ৩ বার হ্যাটট্রিক পেয়েছেন লাসিথ মালিঙ্গা। এই লঙ্কান গতিতারকা ২০০৭ বিশ্বকাপেও হ্যাটট্রিক পেয়েছেন। ইংল্যান্ডে এবার বিশ্বকাপ আসরে দ্বিতীয় হ্যাটট্রিকের লক্ষ্য স্থির করেছেন মালিঙ্গা। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকটি তুলে নিয়েছিলেন লঙ্কান পেসার।

এক যুগ বাদে ইংল্যান্ডের আবহাওয়ায় বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মালিঙ্গা। আইসিসি মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে মালিঙ্গা বলেন, ‘কেন আমি বিশ্বকাপে আরেকটা হ্যাটট্রিক তুলে নিতে পারব না। আমি আপ্রাণ চেষ্টা করব আর সেটা সম্ভব হলে তা অসাধারণ হবে আমার জন্য।’

পাশাপাশি ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে বলতে গিয়ে ওয়ানডে ক্রিকেটে ৩২২ উইকেটের মালিক বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে সবরকম আবহাওয়াতে খেলতে হবে। কখনও গরম আবার কখনও ঠান্ডা। এমন পরিবর্তিত আবহাওয়ায় বোলারদের জন্য আসল পরীক্ষা।’

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সদ্য আইপিএলে দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কান গতিতারকা। ১৬টি উইকেট নিয়ে মুম্বইয়ের রেকর্ড চতুর্থবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। একইসঙ্গে চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনালে ফের একবার প্রমাণ করে দিয়েছেন কেন তাকে এখনও বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়।