মাশরাফির নেতৃত্বে মুগ্ধ গাঙ্গুলী

কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ হারলেও সেঞ্চুরি পেয়েছেন সাকিব। বিশ্বকাপে টানা দুুই ম্যাচ হারলেও এখানো বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলী ইংল্যান্ডে এসেছেন আইসিসির হয়ে ধারাভাষ্য দিতে। ইংল্যান্ড বাংলাদেশের ইনিংস বিরতিতে কথা হলো ভারতীয় কিংবদন্তির সঙ্গে।

মাশরাফির নেতৃত্বে নিয়ে গাঙ্গুলী বলেন, আমি মনে করি মাশরাফি অনেক ভালো অধিনায়ক। ও-ই বাংলাদেশ দলকে অনেক অনেক দূর নিয়ে গেছে। আমি দেখেছি মাশরাফির অধীনেই বাংলাদেশ দল বেশ ভালো খেলে।

ইংল্যান্ড ম্যাচে একজন গতি তারকা অভাব অনুভব করে গাঙ্গুলী বলেন, তাসকিন যেহুতে ইনজুরিতে। সেখানে তোমরা রুবেলকে খেলাতে পারতে। শেষ চারে উঠতে হলে কী করতে হবে, সেটির ব্যাখ্যা দিয়ে ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের আশা আছে। তবে বোলিংটা ভালো করতে হবে। বিশেষ করে পেস আক্রমণ। এই কন্ডিশনে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। ’