উয়েফা নেশনস লিগ ফুটবলের প্রথম আসরের শিরোপা জিতেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
ইউরোপের ৫৫টি দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জয় পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ৩ বছর আগে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারেরমত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগিজরা।
রোববার রাতে পোর্তোয় ম্যাচের শুরুতে ছন্দহীন ছিল উভয় দল। স্বাগতিকরা আস্তে আস্তে নিজেদের গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি রোনালদো নেতৃত্বাধীন দলটি।
বিরতি থেকে ফিরে সফরকারীদের উপর আরও চাপ বাড়ায় স্বাগতিকরা। কিন্তু ডাচদের জমাট রক্ষণ ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ৫৯ মিনিট পর্যন্ত।
ম্যাচের ৬০ মিনিটে সিলভার দেয়া বল পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়ার মিডফিল্ডার গনকালো গুয়েদেস। বাকি সময়ে আর কোনও দলই তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে তিন বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে পর্তুগাল।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় ইংল্যান্ড।