বিপিএলে খুলনা টাইটান্সে খেলবেন ওয়াটসন

ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ বিপিএলের আগামী আসরে খুলনা টাইটান্সে খেলবেন শেন ওয়াটসন। বিপিএলের ২০১৯-২০ আসরের জন্য সরাসরি দু’জন বেদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে দলগুলোর। খুলনা ওই নিয়মে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং টি-২০ লিগের ফেরিওয়ালা ওয়াটসনকে দলে ভিড়িয়েছে। বৃহস্পতিবার খুলনা টাইটান্স তার সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএল মাঠে গড়ানোর কথা আছে। ওয়াটসনকে সপ্তম এই আসরের পুরোটা সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তাকে দলে নিয়ে উচ্ছ্বসিত খুলনা জানায়, ‘খুলনা টাইটান্সে ওয়াটসন যোগ দেওয়ায় আমরা উচ্ছ্বসিত। তিনি প্রকৃত অর্থেই একজন চ্যাম্পিয়ন। জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগে তিনি অনেক শিরোপা জিতেছেন।’

সর্বশেষ মৌসুমে খুলনা পয়েন্ট টেবিলে সবার শেষে ছিল। ওয়াটসন দলে যোগ দিয়ে পয়েন্ট টেবিলে তার দলকে সামনে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। খুলনার অংশ হতে পেরে তিনিও উচ্ছ্বসিত বলে জানান, ‘বিপিএলের আগামী মৌসুমে খুলনার হয়ে খেলবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিপিএলে আমি আগেও খেলতে চেয়েছি। এবার খেলতে পারব ভেবে ভালো লাগছে।’

ওয়াটসন বিপিএলের প্রশংসা করে বলেন, বিশ্বের নামি-দামি অনেক ক্রিকেটার বিপিএলে খেলেন। সঙ্গে বাংলাদেশের তারকা ক্রিকেটাররা তো আছেনই। খুলনা টাইটান্সও মনে করছেন, ওয়াটসনের ম্যাচ জেতার মানসিকতা তার দলকে ভালো জায়গায় নিয়ে যাবে। শিরোপা জিততে ওয়াটসন বড় ভূমিকা রাখবে। আর বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তদের সামনে খেলতে মুখিয়ে আছেন বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা।