শার্শা সীমান্তে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানি সীমান্ত এলাকা থেকে নুরুজ্জামান ছোটবাবু (২৪) নামে যুবকের লাশ উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। সে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের প্রবাসী নজর আলীর ছেলে।

বুধবার (৩১ জুলাই) সকাল ৮ টায় পুলিশ কালিয়ানি থেকে এই লাশ উদ্ধার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আঃ রহিম হাওলাদার বলেন, গোগা কালিয়ানি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুলি না-কি অন্য কিছুর আঘাত, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।