যশোর শহরতলীর ঝুমঝুমপুর বাস্তুহারা কলোনীতে এক বাক প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। যদিও ওই ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোতয়ালি থানায় কোন মামলা হয়নি।
ওই এলাকার একটি সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টার দিকে বাস্তুহারা কলোনী এলাকায় ১৫ বছরের ওই বাক প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়। রফিকুল তাকে ফুলিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় চানপাড়া ক্যাম্প পুলিশ সোমবার রফিকুলকে আটক করে। পরে সোমবার সকালে ওই প্রতিবন্ধীকে থানায় নেয়া হয়। ২৫০ শয্যা হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিলনের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি (অপারেশনস) শেখ তাসমীম আলম জানিয়েছেন, এই সংক্রান্ত কোন অভিযোগ আমার কাছে আসেনি। মামলাও হয়নি।