যশোরের খাজুরায় টিভি কিনে ফ্রিজ পুরস্কার পেলেন মিলন নামে এক হতদরিদ্র। সে স্থানীয় লেবুতলা ইউনিয়নের শ্বর্শনাদ গ্রামের মৃত আবুল বিশ্বাসের ছেলে।
গত পহেলা সেপ্টেম্বর খাজুরা বাজার পুরাতন ওয়ালটন শো-রুমের ন্যাশনাল ইলেকট্রনিক্স থেকে কোম্পানীর ১টি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন কিনে চলতি ঈদ অফারে এসএমএস করে লটারিতে ১টি ফ্রিজ জিতে নেন।
বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কোম্পানীর কর্তৃপক্ষরা উপস্থিত থেকে তার হাতে ফ্রিজটি তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন যশোর জোনের এরিয়া ম্যানেজার সাব্বির হোসেন, ম্যানেজার ইনচার্জ এনায়েত হোসেন, ন্যাশনাল ইলেকট্রনিক্সের সত্বাধিকারী কাজী শরিফুল ইসলাম লিটন, গণমাধ্যমকর্মী শাহজাহান সাজু প্রমুখ।