বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে যশোরের মণিরামপুর উপজেলায় গত ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শুরু হয় বিভিন্ন স্কুলে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার (১১ সেপ্টেম্বর ২০১৯) মণিরামাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে শেষ হল এই ক্রীড়া প্রতিযোগিতার।
বুধবার মণিরামাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটির ৮০ জন শিক্ষার্থী ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, সাধারণজ্ঞান দৌড় ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মেঃ তৌহিদুর রহমান প্রমুখ।
সমগ্র আয়োজনে আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।