বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না বলে জানিয়েছেন তার বড় বোন সেলিনা ইসলাম। তিনি শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়র এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে।