সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবি’র

shakib al hasan

ধর্মঘটের মাঝে ঘটা করে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেন সাকিব আল হাসান। দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে এই চুক্তি বিসিবির নিয়মবহির্ভূত বলে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

ক্রিকেটারদের সঙ্গে বিসিবি’র চুক্তি অনুসারে, একজন জাতীয় দলের খেলোয়াড় কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবেন না।

আজ দেশের এক দৈনিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘ সে(সাকিব) কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারেনা। এবং কেন পারেনা তা আমাদের চুক্তিপত্রে লেখা আছে।’

মূলত এর আগে এমন চুক্তির ফলে বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিসিবি প্রধান সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘রবি(টেলিকম কোম্পানি) আমাদের টাইটেল স্পন্সর ছিল। এর মাঝে গ্রামীণফোন বিড না করে কয়েকজন খেলোয়াড়কে বাগিয়ে নেয় তাও মাত্র এক বা দুই কোটি টাকার বিনিময়ে। এতে কি হলো? তিন বছরে বোর্ড ৯০ কোটি টাকা হারালো। কয়েকজন খেলোয়াড়ের লাভের জন্য বোর্ড ভুগবে তা হতে পারেনা। এজন্য তাদের চুক্তিতে এটা লেখা আছে।’

টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগে জানিয়ে পাপন বলেন, ‘ আমার ধারণা, এই চুক্তি করতে হলে মন্ত্রনালয়েরও অনুমতি লাগে। আর সে কিনা আমাদের না জানিয়ে চুক্তি করে ফেলেছে? আর টাইমিংটা দেখুন, এমন সময় করেছে যখন খেলা বন্ধ।’ এজন্য সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান পাপন।

গ্রামীণফোনকেও নোটিশ দেওয়া হবে জানিয়ে বোর্ড প্রধান বলেন, ‘আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। আমরা কোম্পানি ও খেলোয়াড় উভয়পক্ষের কাছে জবাব চাইবো। অর্থাৎ, আমরা সাকিবকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার। যদি সে সন্তোষজনক জবাব না দেয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন বলেন, ‘আমরা সাকিবের এই চুক্তি সম্বন্ধে আগে থেকে জানতাম না। সাধারণত, জাতীয় স্পন্সরদের সঙ্গে ঝামেলা এড়াতে খেলোয়াড়দের এমন চুক্তি করতে নিষেধ করি। এখন আমাদের স্পন্সর ইউনিলিভার। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষ। এখন খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করলে অন্য কোম্পানিরা বিড করেনা। গত বিশ্বকাপের আগে তামিম তিন কোটি টাকার এমন একটা অফার পেয়েছিল। কিন্তু নিষেধ করায় আর করেনি।’