আগামী মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না পিএসজি ফরোয়ার্ড ব্রাজিলের নেইমারের। মধ্য অক্টোবরে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া প্রীতি ম্যাচে জাতীয় দলের খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন নেইমার। যে কারণে আসন্ন দু’টি ম্যাচের জন্য তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছেন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই ম্যাচটির পরদিন স্ক্যান রিপোর্টের ফলাফল দেখে পিএসজি নিশ্চিত করেছিল নেইমারের বাম হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়েছে।
আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা ও চারদিন পর এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সৌদি আরব ও আবুধাবীতে অনুষ্ঠিতব্য ম্যাচ দু’টির জন্য নেইমারের স্থানে ইতোমধ্যেই ব্রাজিলের কোচ তিতে ১৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রড্রিগোকে অন্তর্ভূক্ত করেছেন।
২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড ফি’তে পিএসজিতে যোগ দেবার পর থেকেই বিভিন্ন ধরনের ইনজুরিতে নেইমারের ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে। এবারের মৌসুমে তিনি লিগ ওয়ানে পাঁচ ম্যাচে করেছেন চার গোল।