আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় মধ্য-বাম প্রার্থী আলবের্তো ফার্নান্দেজ। নির্বাচিত হতে প্রয়োজনীয় ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন ফার্নান্দেজ। পরাজিত হয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। খবর বিবিসির।

রোববার রাতে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফার্নান্দেজ ভোট পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ আর মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট।

নির্বাচন পূর্ব জরিপে ফার্নান্দেজের পেছনে ছিলেন মাক্রি এবং আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীর কাছে পরাস্ত হয়েছিলেন তিনি। রাতেই পরাজয় মেনে নিয়ে ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন মাক্রি।

নির্বাচনের ফলাফল ‍উদযাপন করতে রাতেই ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরের সামনে সমর্থকরা জড়ো হন। সমর্থকদের ফার্নান্দেজ জানান, দেশের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলায় তিনি বিদায়ী প্রেসিডেন্ট মাক্রির সঙ্গে সব ধরনের সহযোগিতা করবেন।