আইপিএলের কারণেই ফাঁসছেন সাকিব!

সদ্য ক্রিকেটারদের তুমুল আন্দোলনের মুখে দাবি-দাওয়া মেনে নিয়েছে বিসিবি। সেই রেশ না কাটতেই আরেক ইস্যুতে তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। চিহ্নিত জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটি গ্রহণ না করলেও চেপে যান তিনি। সেই অপরাধে ১৮ মাস আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বিসিবিকে কিছু জানায়নি আইসিসি। সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছ থেকে কিছুই জানতে পারেননি তারা।

নিজামউদ্দিনের কাছে মূল প্রশ্ন ছিল, এ খবর কোথায় পেলেন আপনারা? জবাবে তিনি বলেন,কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কিংবা সেদেশের ঘরোয়া কোনো লিগে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের কোনো প্রস্তাব পেলে সংশ্লিষ্ট বোর্ডকে আগে জানানো হয়।

তবে এরকম কিছুই তাদের জানানো হয়নি। ফলে ধরে নেয়া হচ্ছে,বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কিংবা জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সময়ের ঘটনা নয়এটি। অর্থাৎ বিপিএলে সেরকম কিছু ঘটেনি। তা হলে কোন লিগে এ ধরনের প্রস্তাব পেয়েছিলেন সাকিব?

এবার বুদ্ধিদীপ্ত জবাব দেন বিসিবি সিইও। তিনি বলেন,কোনো ভিনদেশি লিগ থেকে প্রস্তাবটা পেয়ে থাকতে পারে সে। স্পষ্টতই ইঙ্গিতটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)দিকে। তো এ খবর কোত্থ থেকে পেলেন আপনারা? নিজামউদ্দিনের কূটনৈতিক উত্তর,হয়তো সংশ্লিষ্ট ক্রিকেটারের কাছ থেকেই জেনেছি কিংবা তার ঘনিষ্ঠ কারো কাছ থেকে।

বিসিবির এ কর্মকর্তার কথা সত্য বলেই ধরে নিতে হবে। কারণ, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে কোনো ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলে প্রথমে তাকেই জানানো হয়। আকসু সরাসরি জড়িত ক্রিকেটারকে বলে দেয়, ওই সময় আপনি এটা করেছেন।