সরকারের বিএনপি ‘ভাঙা’র ষড়যন্ত্রে কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন ১/১১ এর আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১/১১ তেও ষড়যন্ত্র হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। অনেক তো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি।
আজ রবিবার দুপুরে এক মিলাদপূর্ব আলোচনা সভায় দলের তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ইস্পাত কঠিন ঐক্যে কেউ যদি ফাটল ধরানোর চেষ্টা করেন। তারা নিজেরাই ফেটে পড়বেন। নিজেরাই ফেটে ধ্বংস হয়ে যাবেন। বিএনপির কোনো ক্ষতি হবে না।
দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের পদত্যাগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, হিমালয় পর্বত বলুন আর রকি পর্বতমালা বলুন, এই সমস্ত বিশাল পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়। আর সেই পবর্তমালা থেকে দুই-একটা পাথর যদি এদিক-ওদিক খসে পড়ে তাহলে কী সেই পর্বতের ক্ষতি হয়। সেই পর্বতের কোনো ক্ষতি হয় না। আজকে বিএনপি পৃথিবীর সবচাইতে শক্তিশালী পর্বতের মতো একটি বিশাল দল। হিমালয় পর্বত, আন্দ্রিজ পর্বতমালা, রকি পর্বতমালা ও থাই পর্বতমালার মতোই এই বিএনপি।
মহানবী (সা.) এর বাণী অনুসরণ করলে মুসলিম সমাজ ও মানবসমাজ এতো দুর্দশায় পড়তো না বলে মন্তব্য করেন রিজভী। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই মিলাদ মাহফিল হয়। উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন এ্যানি, মীর সরফত আলী সপু বক্তব্য রাখেন।