অবৈধ অভিবাসীদের জন্য ভারতের ব্যাঙ্গালোরে ৩৫ অস্থায়ী বন্দিশিবির

ভিসা ছাড়া যেসব বিদেশী ভারতের ব্যাঙ্গালোরে বসবাস করছেন তাদের জন্য ৩৫টি অস্থায়ী বন্দিশিবির সনাক্ত করেছে রাজ্য।

এক এফিডেভিটে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনীশ গোয়েল এ কথা বলেছেন কর্নাটক হাই কোর্টে। এ তথ্য জানানোর পর বিচারপতি কে এন ফনিন্দ্র কথিত অবৈধ বাংলাদেশী অভিবাসীদের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন।

‘৩৫ টেম্পোরারি ডিটেনশন সেন্টারস টু হাউজ ইমিগ্র্যান্টস ইন কর্নাটক’ শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, মঙ্গলবার কর্নাটক হাই কোর্টে রাজ্য সরকার অবহিত করেছে যে, ব্যাঙ্গালোরের নর্থ তালুকে তাভারেকেরে’র কাছে সোন্দেকোপ্পা গ্রামে স্থায়ীভাবে একটি বন্দিশিবির অপারেশনে না আসা পর্যন্ত অবৈধ অভিবাসীদের রাখা হবে অস্থায়ী বন্দিশিবিরগুলোতে।