পেট্রাপোলে বাংলাদেশি চালকদের হয়রানির প্রতিবাদে ৬ ঘন্টা রফতানি বন্ধ

benapole port

বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকদের হয়রানির প্রতিবাদে ৬ ঘন্টা রফতানি বানিজ্য বন্ধ ছিল। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ রফতানি বানিজ্য বন্ধ ছিল।

এরপর দু’দেশের কাস্টমস বিজিবি বিএসএফ কর্মকর্তারা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে বেলা ৩টার সময় রফতানি বানিজ্য চালু করে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, পেট্রাপোল বন্দরের বিএসএফ এর অযথা বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখার অজুহাতে সময় ক্ষেপন করায় বাংলাদেশি চালকরা রফতানি বানিজ্য পন্য নিতে অনাগ্রহ দেখালে বানিজ্য বন্ধ হয়ে যায়। এ বিষয়টি নিয়ে ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি ও দুই দেশের ব্যবসায়িদের সাথে আলোচনা করে পুনরায় রফতানি বানিজ্য চালু করা হয়েছে।

উল্লেখ্য, মাঝে মধ্যে এ ধরনের হয়রানির জন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে।