উদ্ধার অভিযানে কাজ করছে ইন্দোনেশিয়ার পুলিশ-এএফপি
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাসটি রাস্তা থেকে গিরিখাদে পড়ে পাশের নদীতে ডুবে যায়। খবর বিবিসির
পুলিশের মুখপাত্র ডলি গামারা এএফপি’কে বলেন, রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি পড়ে যায়। নদীর ৫০০ ফুট গভীরে বাস চলে গেছে। ১২০ জন উদ্ধারকর্মী আহতদের উদ্ধারে কাজ করছেন।
বাসটি সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাংয়ে যাচ্ছিল। বাসটিতে ৩৭ জন যাত্রী ছিল।