শুধু বাংলাদেশ নয়, যে কোনো দল পাকিস্তানের মাটিতে খেলবে’

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি খেলতে চাইছে পাকিস্তানে। টেস্টের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করেছে বিসিবি। তবে গতকাল পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলের বিপক্ষে হোম সিরিজ পাকিস্তান নিজেদের মাটিতেই খেলবে। আশা করি বিসিবি বিষয়টা ভেবে দেখবে। পাকিস্তানে এসে না খেলার কোনো কারণ নেই।

পিসিবি প্রধান বলেন, আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। বিসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে।

তবে বাংলাদেশের নারী দল ও অনূর্ধ্ব-১৬ দল এখানে খেলেছে। তারা তো ভালোভাবেই দেশে ফিরে গেছে। কাজেই এখানে খেলার ব্যাপারে তাদের (জাতীয় পুরুষ দল) কোনো সংশয় থাকুক, আমরা তা চাই না। এটা (সিরিজ) পাকিস্তানে হবে।’
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর বন্দুক হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম বন্ধই হয়ে যায়। গত এক দশকে দেশটিতে টেস্ট খেলতে যায়নি কোনো দল। তবে এবার সেই শ্রীলঙ্কাই পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে।

গতকাল দ্বিতীয় টেস্ট শেষে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, পাকিস্তান এখন ২০০ ভাগ নিরাপদ।

টেস্টের আগে পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের ওপর চাপ বেড়েছে। আর গতকাল পিসিবি চেয়ারম্যান এহসানি মানি বলেন, ‘আমি কোনো খেলোয়াড়ের নিরাপত্তা ঝুঁকি নেবো না। আমরা শুনবো তাদের কথা, যারা এখানে এসে খেলার ব্যাপারে উদ্বিগ্ন। আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ। এখন কেউ যদি এখানে আসতে না চায় তবে তাদের প্রমাণ করতে হবে পাকিস্তান নিরাপদ নয়।’

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুক হামলা হয়। অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দল। মৃত্যুকে কাছে থেকে দেখা মুশফিক-তামিমরা টেস্ট না খেলেই দেশে ফেরেন। এহসান মানি বলেন, ‘দেখুন, ক্রাইস্টচার্চে (বাংলাদেশ দলের সঙ্গে) কী ঘটলো।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিশ্বের যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে ভারতের নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ।’