যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

jessore education board

যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ডের সাবেক সচিব ড. মোল্লা আমীর হোসেনকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার ড. মোল্লা আমীর হোসেন যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এদিকে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার স্মারক নং- ৩৭.০০.০০০০. ০৬৭. ০০৪.২০.১৬-৪৪। আর বর্তমান চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীমকে প্রেষণ বাতিল করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসিবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সর্বশেষ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্তে মাঠে নামে। আর এর পর পরই যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করা হলো।