যশোর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ১১২ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ৬২ জন পরীক্ষার্থী।
বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।
গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। যশোর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯১ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী।
ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ৬২ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এর আগে ২ নভেম্বর থেকে শুরু হয়েছিল জেএসসি পরীক্ষা।