পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের মানববন্ধন

সরকারি পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সমুহের দ্বিতীয় শিফট শিক্ষা কার্যক্রমের পারিশ্রমিক হ্রাস করার প্রতিবাদে রোববার বিকেলে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক ও কর্মচারীরা প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয়।

এক দফা দাবি আদায়ের প্রেক্ষিতে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির যশোর শাখার সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তারিক সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের কর্মচারী সমিতির যশোর শাখার সহ-সভাপতি উত্তম সরকার।

এছাড়া মানববন্ধনে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগের বিভাগীয় প্রধানদের মধ্যে ম্যাকানিক্যালের বাবুসাহা, পাওয়ারের রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যালের শক্তিপ্রসাদ গাংগুলি, কম্পিউটার বিভাগের বিথী বিশ্বাসসহ শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।