নিষিদ্ধ হলেন উমর আকমল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। দুর্নীতিবিরোধী সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে এই কিপার-ব্যাটসম্যানকে।
তবে এখনও উমরের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিসিবি।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। নিষিদ্ধ হওয়ায় খেলতে পারবেন না ২৯ বছর বয়সী উমর। অবশ্য তার দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে বদলি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার অনুমতি দিয়েছে পিসিবি।

বোর্ড নিযুক্ত বা নিরপেক্ষ ট্রাইব্যুনাল নির্ধারণ করবে উমর প্রকৃতপক্ষে দোষী কিনা।

সম্প্রতি এক ট্রেনারের সঙ্গে খারাপ আচরণ করেও শাস্তি এড়াতে সক্ষম হন উমর। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ বার তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি রান আছে তার।