যশোরে সড়ক দুর্ঘটনায় অবসর প্রাপ্ত শিক্ষক নিহত, পুত্র আহত

jessore map

যশোর-মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে বাস চাঁপায় মোটরসাইকেল আরোহি পিতা-পুত্র হতাহত হয়েছেন।

নিহত আব্দুর রউফ (৬৫) সদর উপজেলার সালতা ফুলবাড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও উপশহর বালিকা বিদ্যালয়ের ধর্ম বিষয়ক (অবসরপ্রাপ্ত) শিক্ষক। আহত পুত্র সেনা সদস্য রানাকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আব্দুর রউফ ও ছেলে রানা মোটরসাইকেলে করে মনিরামপুর যাচ্ছিলেন। কুয়াদা পৌঁছুলে তাদের মোটরসাইকেলটি কুকুরের সাথে ধাক্কা লাগলে দুজন রাস্তার উপর ছিটকে পড়েন। এসময় পেছন দিক থেকে আসা মণিরামপুর গামী গোধূলি নামক একটি বাস তাদের চাপা দেয়। এতে পিতা পুত্র দুজন গুরুত্বর আহত হন।
স্থানীয়রা দুর্ঘটনার শিকার আব্দুর রউফ ও রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ তারেক শামস আব্দুর রউফকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কুয়াদা বাজার কমিটির সভাপতি বাচ্চু মিয়া জানান, ঘাতক বাসটি জনগণ আটক করেছে। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।