যশোর-৬ আসনে শাহীন চাকলাদারের মনোনয়ন পত্র দাখিল

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কেশবপুর উপজেলা নির্বাচনী কার্যালয়ে নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট বুধবার মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম ও পৌর মেয়র রফিকুল ইসলাম।

মনোনয়ন পত্র দাখিল করার আগে এদিন নেতাকর্মী ও সমর্থকদের সাথে কেশবপুরের বড়েঙ্গায় পীর সাহেবের মাজার জিয়ারত করেন শাহীন চাকলাদার।

গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ড ও সংগঠনের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় যশোর-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে মনোনীত করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যশোর-৬ আসনে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ ৯ মার্চ এবং ভোট গ্রহণ হবে ২৯ মার্চ।

উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করা হয়।