রাবিতে মাস্টাররোল কর্মচারীদের প্রতিকী অনশন

চাকরি স্থায়ী করণের দাবিতে প্রতিকী অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাস্টাররোল কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

এসময় মাস্টাররোল ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, মুজিববর্ষে সবাই আনন্দ করবে কিন্তু আমাদের আনন্দ কোথায়? আমরাও তো এ আনন্দ উপভোগ করতে চাই। আমাদের অনিশ্চিত জীবনে নিশ্চয়তা ফিরবে কবে? সন্তানদের পড়াশোনা, ভরণ-পোষণ ও পরিবার নিয়ে চলা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

তিনি আরো বলেন, বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে (মাস্টাররোল) কর্মচারী নেই। শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দ হলেও সিন্ডিকেটে সেই বিল পাশ হয়নি। যার ফলে আমাদের চাকরিও স্থায়ী হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় নতুনভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি থেকে চাকরি স্থায়ী করণের দাবিতে মাস্টাররোল কর্মচারীরা নিয়মিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।