মহাকাল পাইলট বিদ্যালয় এন্ড কলেজের জমি দখলের প্রতিবাদে সমাবেশ

যশোরের অভয়নগরে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মিনারা জামান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের নেতা ও সমাজ সেবক বিপুল শেখ, কলেজের অধ্যক্ষ খান এ মজলিশ, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্জুন শেখ, যুবলীগ নেতা কাজী মামুন, জাহাঙ্গীর সর্দার প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের ইসারত মোল্যার পরিবার মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বলা হলেও তারা তা না করে শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে জোর পূর্বক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ৫৪ বছর ধরে তারা অবৈধভাবে দখল করে রেখেছে। ওই সব ভূমিদস্যুরা মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নামে বদনাম রটিয়ে বেড়াচ্ছে।

বক্তরা অবিলম্বে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জমি থেকে সরিয়ে নিতে আহবান জানান। তা না হলে যশোর-খুলনা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।