যথাযোগ্য মর্যাদায় যশোরের নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান স্বস্ব উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে।
এরমধ্যে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে কেক কেটে মুজিববর্ষ উদযাপণ করেন।
এছাড়া রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়, রূপদিয়া কলেজ, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করেন।
- আরো পড়ুন
এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, সাধারণ সম্পাদক আবু হানিফা, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফসিয়ার রহমান, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, পারভেজ আসাদ, আজিম বিশ্বাস, মুন্সি রবিউল ইসলাম, সুজিত বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সবুজ হাসান, বর্তমান সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, তরিকুল ইসলাম, সিদ্ধার্থ বিশ্বাস সহ সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মিরা।
অপর দিকে কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লুৎফার রহমান ধাবক দলীয় কার্যলয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাষ্টার হারুন অর রশিদ, নুর-আলম সিদ্দিকী পলাশ, যুবলীগের সাবেক সভাপতি নজরুল খান প্রমুখ।