চীনের হুবেই প্রদেশের উহান থেকে শহর থেকে সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশটির মূল ভূখণ্ডে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে ইতালিতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল।
উহান শহরে ডিসেম্বর থেকে এ ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ২৪৫ জন মারা গেছেন। আর এতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার জন। যদিও তাদের মধ্যে কেবল সাত হাজার ২৬৩ জন কোভিড-১৯ রোগে অসুস্থ অবস্থায় রয়েছেন।
অন্যদিকে ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাস সংক্রামক মহামারী আকার ধারণ করেছে। দেশটিতে করোনায় মৃত্যুর মিছিল নেমেছে। হাসপাতালেও লাশ রাখার জায়গা নেই। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন মারা গেছে। যা সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মৃত্যু হল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯শ ৭৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, উহানে নতুন কোনো ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়নি। এ ছাড়া দেশটিতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইতালিতে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) দেশটিতে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে সর্বশেষ তথ্য জানানো হবে।
পরিসংখ্যান অনুযায়ী, চীনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৪৫ জন আর ইতালিতে ২ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার চীনে মৃত্যু বন্ধ ও নতুন রোগী শনাক্ত না হওয়ায় দেশটির সংখ্যা একই রয়েছে। অন্যদিকে ইতালিতে বৃহস্পতিবারের সর্বশেষ পরিসংখ্যানে তা চীনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।