করোনা প্রতিরোধে যশোরে আলোর পথিকের মাস্ক-সাবান-স্যানিটাইজার বিতরণ

যশোরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথিক’।

বুধবার (২৫ মার্চ) থেকে জনগণের মাঝে সচেতনতা তৈরীর জন্য দিনরাত পরিশ্রম করছেন সংগঠনের সদস্যরা।

শুক্রবার যশোরের কয়েকটি মসজিদে লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

এর আগে ২৫ মার্চ যশোর রেলস্টেশনে যাতায়াত রত যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য যাত্রীদের মাঝে লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

যশোরবাসীর উদ্দেশ্য আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, আপনারা এই নবেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে যার যার অবস্থানে থেকে জনসচেতনতা গড়ে তুলুন। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাসার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

করোনাভাইরাস প্রতিরোধে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন সংঠনের সদস্য নাঈম হোসেন রাব্বি, সুইট, বিপু, সুজন হোসেন, মাহবুব আলম রনি, কামরান, রায়হান, তপু সাহা, লিংকন, শিপন, আব্দুস সালাম, তুহিন ভট্টাচার্য, পল্লব হোসেন, মো তাজু, তোরাব আলী প্রমুখ।