যশোরে দুস্থদের মাঝে হিউম্যান রাইটস ভয়েসের খাদ্য সামগ্রী বিতরণ

যশোর শহরের কয়েকটি দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ।

শুক্রবার (২৭মার্চ) মানবাধিকার সংগঠনে উদ্যোগে শহরের মুসলিম একাডেমী স্কুল প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সরকারি বিধিনিষেধ থাকায় জমায়েত সৃষ্টি না করে তাদের পক্ষে ২ জন প্রতিনিধির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব ও নির্বাহী পরিচালক এ.কে.এম নুরুল আমিন।

এ সময় সংগঠনের জেলা শাখার আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ন আহ্বায়ক মোঃ শহিদ, যুগ্ন আহ্বায়ক শরীফ মাসউদ এ. হিমেল, অফিস সচিব মাহফুজ হাসান শান্ত, সদস্য শাকিল চৌধুরী সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।