যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত

road accident

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার আমলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক শার্শার বাগুড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি বাগআঁচড়া ফাজিল মাদরাসার দফতরি ও বাগুড়ী মসজিদের ইমাম ছিলেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় বলেন,উপজেলার সাতমাইল থেকে ছেড়ে যাওয়া গোগামুখী একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ইমাম আব্দুর রাজ্জাক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।