যশোরে অসচ্ছল পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ

চলমান সংকটময় পরিস্তিতিতে দলের নেতাকর্মী ও আর্থিক ভাবে অসচ্ছল পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

প্রথম দিনে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি আটা, আধা কেজী চিনি বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ম্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহসভাপতি বাবর আলী বাবু, সাইদ হোসেন হীরা, যুগ্মসম্পাদক রাজু আহমেদ, আসলাম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবতাবুল আলম পরাগ, রকিবুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি প্রমুখ।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বলেন, বর্তমান দুর্যোগময় সময় কত দীর্ঘ হবে এটি আমরা কেউ বলতে পারিনা। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ শুরু করলাম ইনশাহল্লাহ পর্যায়ক্রমে আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।