বাঘারপাড়ায় ৭’শ দরিদ্রকে খাবার দিচ্ছে শেখ রাসেল স্মৃতি সংসদ

যশোরের বাঘারপাড়ায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ঘরবন্ধি ৭’শ দরিদ্র দিনমজুর পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাব। ক্লাবের পরিচালক যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিবের নিজস্ব অর্থায়নে পৌর এলাকার দিনমজুর, ভ্যান চালক ও ক্ষুদ্র চা ব্যবসায়ীদেরকে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু।

জানতে চাইলে আফজাল হোসেন সঞ্জিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করছি। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

করোনা মোকাবেলায় সকলকে সচেতন করছি জানিয়ে তিনি বলেন, আগামী দুই এক দিনের মধ্যে পর্যায়ক্রমে পৌর এলাকার সকল ওয়ার্ডে তৈরীকৃত মাস্টারোল অনুযায়ী এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, আফজাল হোসেন সঞ্জিব উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সোলাইমান বিশ্বাসের ছেলে। এর আগেও তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন।