যশোরে জাগপা নেতা অমিতের মাস্ক বিতরণ

করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন করার লক্ষ্যে যশোরে মাস্ক বিতরণ করেছেন জাগপা’র প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত।

আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকায় মাস্ক বিতরণ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির এই নেতা।

এসময় জনাব নিজামদ্দিন অমিত বলেন, করোনা ভাইরাস আজ সারা পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই মহাবিপদ মোকাবেলা করতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে-ধৈর্য্য। আতঙ্কিত না হয়ে আমাদের হতে হবে- সতর্ক এবং সচেতন। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না।