যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক প্রাণহানি, একদিনে ৯৩৮ জনের মৃত্যু

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩৮ জন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, তারা এ পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করেছেন। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও রয়েছেন।

অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

এদিকে কোভিড-১৯ সংকট মোকাবেলায় বরিস জনসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব।

একজন প্রধানমন্ত্রী অসমর্থ হয়ে পড়লে তার স্থলাভিষিক্ত করার ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো উত্তরসূরি নির্ধারণ পরিকল্পনা নেই ব্রিটেনে।

ডাউনিং স্ট্রিট জানায়, যেখানে প্রয়োজন, সেখানে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রবকে অনুরোধ করেছেন বরিস জনসন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। তবে এখন চীনে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে; যদিও গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে।