যশোরে ৪ জনের শরীরে করোনা শনাক্ত

covid 19 coronavirus

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫ম দিনে ৬৫টি নমুনার মধ্যে ১৩টি পজিটিভ এসেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন বুধবার সকালে বলেন, মঙ্গলবার ৭১টি নমুনা পাঠানো হয় যার মধ্যে ৬৫টির রিপোর্ট এসেছে তার মধ্যে ১৩টি পজিটিভ। এর মধ্যে যশোর ৪, নড়াইল ৫, কুষ্টিয়া ২, মেহেরপুর ১ ও মাগুরা ১।

যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ ও সিভিল সার্জন শেখ আবু শাহীন এর সত্যতা নিশ্চিত করেছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, এখানে দক্ষিণ-পশ্চিমের সাত জেলার সন্দেহভাজন রোগীদের ৬৯টি নমুনা আসে। তার মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষার ফল নিশ্চিত হওয়া গেছে। এর ১৩টিই পজেটিভ। বাদ বাকি ৫২টি ছিল নেগেটিভ।
তিনি জানান, ১৩টি পজেটিভ নমুনার মধ্যে যশোর জেলার চারটি, কুষ্টিয়ার দুটি, মেহেরপুরের একটি, মাগুরার একটি এবং নড়াইলের পাঁচটি রয়েছে। নড়াইলের পাঁচটি নমুনার মধ্যে চারটিই চিকিৎসকের।